• Jibonpata
  • Support Home
  • Contact Us

কিভাবে জীবনপাতা একাউন্ট ভেরিফাই করবো?

April 25, 2019
No Comments
Home
Support Page
জীবনপাতা একাউন্ট ভেরিফাই করা একদমসহজ। ৫০ জন ফলোয়ার হলেই আপনি একাউন্ট ভেরিফিকেশনের জন্য আবেদন করতে পারবেন।  একাউন্ট ভেরিফিকেশনের জন্য নিচের পদ্ধতিগুলো অবলম্বন করুন।
  • আপনার জীবনপাতা একাউন্ট লগিন করুন
  • তারপর ভেরিফিকশনের জন্য এই লিংকে যান https://www.jibonpata.com/setting/verification
  • নিচের ছবিটির মতো একটা পেজ আসবে।  প্রথম ঘরে আপনার নাম লিখুন। দ্বিতীয় ঘরে আপনার ঠিকানা এবং আপনি কোন ডকুমেন্ট দিয়েছেন সেটা লিখুন।
 
  • এরপর নিচে যে দুইটি ছবি আপলোডের ঘর রয়েছে সেখানে প্রথমটাতে আপনার ন্যাশনাল আইডি (যদি না থাকে তাহলে অন্য যেকোন ফটোসহ আইডি যেমন পাসপোর্ট, স্কুল বা কলেজ আইডি, ড্রাইভিং লাইসেন্স ইত্যাদি) এবং দ্বিতীয় ঘরে আপনার নিজের একটা ছবি তুলে সেটা আপলোড দিয়ে সেন্ড বাটনে ক্লিক করুন। আইডির স্ক্যান কপি গ্রহনযোগ্য নয়। আপনার ছবিটি আপলোডের সময় মোবাইল দিয়ে তুলে দিতে হবে, পুরান ছবি দিলে হবেনা বা ছবি থেকে স্ক্যান করে দিলেও হবেনা।
  • আইডি কার্ডের ফটোকপির ছবি আপলোড গ্রহনযোগ্য নয়।
  • আপনার আইডির সাথে আপনার একাউন্টের নাম অক্ষরে অক্ষরে মিল থাকতে হবে।
  • আপনার আইডির সাথে আপনার জন্ম তারিখের মিল থাকতে হবে।
  • আপনার আইডির, আপনার ছবি এবং একাউন্টের ছবি একই ব্যক্তির অর্থাত আপনার নিজের হতে হবে।
  • কেউ যদি তার নিজের একাউন্টে ছবি আপলোড করতে না চান তাতে সমস্যা নাই কিন্তু ফেরিফিকেশনের জন্য ছবি পাঠাতে হবে, সেই ছবি প্রকাশ করা হবেনা, গোপনীয়তা বজায় থাকবে।
  • সফলভাবে একাউন্ট ভেরিফিকেশন রিকোয়েস্ট করার পর ৭ থেকে ১০ দিন লাগতে পারে একাউন্ট ফেরিফাই হতে।
  • ভেরিফিকেশন রিকোয়েস্ট করার পর কাউকে রিকোয়েস্ট করার বা কারো ইনবক্সে যোগাযোগের দরকার নেই। আমরা একাউন্ট পর্যবেক্ষন শেষে দ্রুত সময়ে একাউন্ট ভেরিফাই করে দেই।
  • সফলভাবে একাউন্ট ভেরিফিকেশনের পর কেউ যদি ৯০ দিন তার একাউন্টে লগিন না করে তাহলে তার একাউন্ট আনভেরিফাই হয়ে যেতে পারে।
 
Category: Verification

Leave a comment

* - Required fields