পয়েন্ট পাওয়ার অনেক উপায় আছে। যেমন-
- প্রতি লাইকে বা রিয়েকশনে ৫ পয়েন্ট
- প্রতি কমেন্টে ৫ পয়েন্ট
- প্রতিটি আর্টিকেল রাইটিং এ ৫ পয়েন্ট
- পোস্ট করলে, শেয়ার করলে, ছবি বা ভিডিও আপলোড করলে কোন পয়েন্ট নাই।
এক দিনে সর্বোচ্চ ২০০ পয়েন্ট পাওয়া যায়। তবে বিশেষ বিশেষ দিনে এই লিমিট বাড়ানো হয়। এমনকি লাইক কমেন্টের পয়েন্ট বাড়ানো হয়।
১০০০ পয়েন্টে ১ ডলার পাওয়া যায়।
পয়েন্টে থেকে প্রাপ্ত ডলার দিয়ে আপনি আপনার সাইট, প্রডাক্ট বা ইউটিউব চ্যানেল বুস্ট করতে পারবেন।
পয়েন্ট থেকে প্রাপ্ত ডলার সরাসরি উইথড্র করা যায়না। এটা শুধুমাত্র বিজ্ঞাপনের জন্য। তবে মাঝে মাঝেই সুযোগ দেওয়া হয় এই ডলার কে শপিং ব্যালেন্সে কনভার্ট করে জীবনপাতা শপে ট্রান্সফার করার। প্রতি ডলার ৮০ টাকা হিসেবে জীবনপাতা শপ ট্রান্সফার হয়ে গেলে আপনার পছন্দ প্রডাক্ট কিন্তে পারবেন।