কিভাবে জীবনপাতার বোনাস ডলার শপে ট্রান্সফার করবো?

জীবনপাতা একটি নতুন সোস্যাল সাইট। সাইটির কোন ইনকাম নেই বললেই চলে। ২০২০ সালের জানুয়ারী পর্যন্ত জীবনপাতার আয়ের চেয়ে ব্যয় অনেক বেশি। তবুও সাইটটিকে এগিয়ে নেওয়ার জন্য লাইক কমেন্ট এবং আর্টিকেল থেকে উপার্জিত বোনাস ডলার কে জীবনপাতা শপ এ ট্রান্সফার করে কেনাকাটার সুযোগ দেওয়া হয়েছে।

সবাইকে এই সুযোগ দেওয়া এই মুহুর্তে সম্ভব নয়। তাই আপাতত টপ ১০০ মেম্বারকে এই সুযোগ দেওয়া হচ্ছে। পরবর্তীতে এর পরিধি বাড়ানো হবে।

সপ্তাহের যেকোন দিন। জীবনপাতা পেজ থেকে ১ ঘন্টার জন্য সুযোগ দেওয়া হবে। সেই সময়ের মধ্যে বোনাস ডলার শপে কনভার্ট করতে হবে। তারপরে শপে নেওয়া ডলার দিয়ে যেকোন সময় কেনাকাটা করা যাবে।

কেনাকাটা করা পন্য মেম্বারদের বাসায় পৌছে দেওয়া হবে। তবে তার খরচ মেম্বার নিজে বহন করবে। ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ ৬০ টাকা। ঢাকার বাহিরে ১২০ টাকা। পন্য বড় হলে খরচ আরেকটু বাড়তে পারে।

কোন মেম্বার অন্য আইডি থেকে ডলার ট্রান্সফার করে নিজের আইডি থেকে উইথড্র দিতে পারবেনা।

শুধু মাত্র ভেরিফাইড মেম্বাররাই এই সুযোগ গ্রহন করতে পারবে।

জীবনপাতা শপ থেকে পন্য অর্ডার করার পর এই বিষয়ে ফেসবুকে একটি পোস্ট অথবা ইউটিউবে একটা ভিডিও প্রকাশ করতে হবে।

Leave a comment

* - Required fields